বাসাইলে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাধা, ছাত্র সমাবেশকে ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রবিবার বিকাল ৩টা বাসাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধকালীন কম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের উদ্যোগ নেন। কিন্তু একই সময়, একই স্থানে একদল ছাত্রনেতা—মো. রনি মিয়ার নেতৃত্বে ছাত্র সমাবেশ করার আবেদন করে। মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক সমাবেশের বিপরীতে এই তরুণদের পাল্টা কর্মসূচিকে অনেকেই ‘অসাংগঠনিক’ ও ‘বিব্রতকর’ বলে আখ্যায়িত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

9/6/20251 মিনিট পড়ুন

বাসাইলে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাধা, ছাত্র সমাবেশকে ঘিরে প্রশাসনের ১৪৪ ধারা

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রবিবার বিকাল ৩টা বাসাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধকালীন কম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের উদ্যোগ নেন।

কিন্তু একই সময়, একই স্থানে একদল ছাত্রনেতা—মো. রনি মিয়ার নেতৃত্বে ছাত্র সমাবেশ করার আবেদন করে। মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক সমাবেশের বিপরীতে এই তরুণদের পাল্টা কর্মসূচিকে অনেকেই ‘অসাংগঠনিক’ ও ‘বিব্রতকর’ বলে আখ্যায়িত করেছেন।

গোয়েন্দা সংস্থার আশঙ্কা, একই সময়ে উভয় পক্ষ সমাবেশ করলে রক্তপাতসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এ কারণে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আকলিমা বেগম ফৌজদারি কার্যবিধির ১৪৪ (১) ধারা জারি করেন।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৭ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বাসাইল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরের ৫০০ গজ এলাকায় সকল প্রকার সমাবেশ, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, মাইক্রোফোন ব্যবহার ও গোলযোগমূলক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন—

> “আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। অথচ আজ স্বাধীন দেশে দাঁড়িয়ে আমাদের সমাবেশের পথ রুদ্ধ করা হচ্ছে কচি ছেলেদের পাল্টা কর্মসূচির অজুহাতে।”

জনগণের প্রশ্ন, দেশের স্বাধীনতার কান্ডারিদের সমাবেশকে কি করে ছাত্রনেতাদের অপরিণামদর্শী কর্মকাণ্ডের সাথে এক পাল্লায় মাপা যায়?

প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পদক্ষেপ নিলেও—বাসাইলবাসীর দৃষ্টিতে, মুক্তিযোদ্ধাদের সমাবেশই জাতীয় মর্যাদার প্রতীক, আর ছাত্র সমাবেশ কেবল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।