ঢাবি ছাত্রদল ডাকসু প্যানেলের শপথে জাতীয় সংগীত ভুল, সমালোচনার ঝড়

আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয় ছাত্রদল ঘোষিত ডাকসু প্যানেলের শপথ অনুষ্ঠান। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত গাওয়ার কথা থাকলেও, প্যানেলের কয়েকজন নেতা-কর্মী উল্টোপাল্টা করে গেয়ে ফেলেন। ফলে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

ঢাবি প্রতিনিধি

9/7/20251 মিনিট পড়ুন

আজ রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত হয় ছাত্রদল ঘোষিত ডাকসু প্যানেলের শপথ অনুষ্ঠান। এ সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত গাওয়ার কথা থাকলেও, প্যানেলের কয়েকজন নেতা-কর্মী উল্টোপাল্টা করে গেয়ে ফেলেন। ফলে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

জাতীয় সংগীতের মতো মর্যাদাপূর্ণ অংশে এমন ভ্রান্তি ছাত্রদলের অবহেলা ও অদক্ষতার প্রতিফলন—এমন মন্তব্য করছেন শিক্ষার্থী ও উপস্থিত সাধারণ মানুষ। অনুষ্ঠান শেষে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক ও এক্স (টুইটার)-এ অনেকে ক্ষোভ প্রকাশ করে লিখছেন—“যারা জাতীয় সংগীতই সঠিকভাবে গাইতে জানে না, তারা কিভাবে ডাকসুর নেতৃত্ব দেবে?”

ঢাবির কিছু প্রাক্তন শিক্ষার্থীও নিজেদের ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদলকে কড়া সমালোচনা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, “জাতীয় সংগীত নিয়ে এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রদল তাদের শপথ অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অযোগ্যতাই প্রমাণ করেছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছেন, জাতীয় সংগীতের ভুল উচ্চারণ কিংবা সুর বিকৃত করা আসলে জাতীয় মর্যাদার অবমাননা। এ নিয়ে ছাত্রদলের প্রতি তীব্র বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শপথ অনুষ্ঠানের এই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, তবে এবার নেতিবাচক কারণে।